প্রধান শিক্ষকের বাণী

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”। সুপ্রিয় শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং শুভানুধ্যায়ী, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বাধীনতার ঊষালগ্নে সাবেক সেনা কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা কেপ্টেন হামিদ, শিমুলিয়া, পাকুন্দিয়া, মহোদয়ের প্রস্তাবে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষকরে এলাকার মুক্তিযোদ্ধা তথা সর্বস্তরের জনসাধারণের অনু প্রেরণায়, শ্রম ও আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৯৭২ খ্রি: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অস্কার পুরস্কার প্রাপ্ত চলচিত্র নির্মাতা বাবু সত্যজিত রায়ের পূণ্যভুমি মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত । এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ সুনাম উদ্দিন স্যার।
এই বিদ্যালয়টি আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
আজকের এই ডিজিটাল যুগে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করা, যারা দেশ ও দশের উন্নয়নে অবদান
রাখবে।
শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, নতুন কিছু শিখবে এবং নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নবান হবেন এবং বিদ্যালয়ে তাদের পড়াশোনার পরিবেশ তৈরিতে সহযোগিতা করবেন।
সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আমার আহ্বান, আপনারা আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করবেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবেন।
পরিশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি একটি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে, এই প্রত্যাশা করি।”
প্রধান শিক্ষক
আলেয়া ফেরদৌস আরা
বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়।